Print Date & Time : 15 September 2025 Monday 8:00 am

বাংলাদেশ ফাইন্যান্স ও লিডস করপোরেশনের মধ্যে সিবিএস স্বাক্ষর

বাংলাদেশ ফাইন্যান্স এবং লিডস করপোরেশনের মধ্যে ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন (সিবিএস)-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী এখন থেকে লিডস করপোরেশন বাংলাদেশ ফাইন্যান্সের ইসলামিক উইংয়ের গ্রাহকদের শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং সেবা দেবে। গত মঙ্গলবার ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সফটওয়্যার-সংক্রান্ত এ চুক্তি হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ এবং লিডস করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার আনিসুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্স ও লিডস করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি