Print Date & Time : 29 August 2025 Friday 8:58 pm

বাংলাদেশ ফান্ডের নিট লভ্যাংশ আইসিবি এমডির কাছে হস্তান্তর

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ফান্ডের ২০২২-২৩ অর্থবছরের প্রাপ্ত নিট লভ্যাংশ বাবদ ১০ কোটি ৯২ লাখ টাকার একটি লভ্যাংশপত্র কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের কাছে গতকাল হস্তান্তর করেন। অনুষ্ঠানে আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম আহমেদুর রহমান, আইসিবির মহাব্যবস্থাপক রাজী উদ্দিন আহমেদ, মো. সাইদুল ইসলাম ও মো. শামীম আনোয়ার (অ্যাকাউন্টস্) এবং আইসিবি ও আইএএমসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি