Print Date & Time : 30 August 2025 Saturday 10:14 pm

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পদে চলমান নিয়োগ পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস তথা বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। ৭ জুলাই (বৃহঃস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিলেবাস প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডভুক্ত সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী পরিচালক (পরিসংখ্যান), সহকারী পরিচালক (গবেষণা), মেডিকেল অফিসার এবং দশম গ্রেডভুক্ত অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল), অফিসার (এক্স ক্যাডার-গ্রন্থাগার) পদে চলমান নিয়োগ পরীক্ষা এই সিলেবাস অনুযায়ী নেওয়া হবে।

সিলেবাসঃ

১. নবম গ্রেডভুক্ত সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্টসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে—সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় দুই ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

২. নবম গ্রেডভুক্ত সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে—সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৩. নবম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (গবেষণা) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্টসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৪. নবম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্টসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৫. নবম গ্রেডভুক্ত মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের ২ ঘণ্টাব্যাপী এমসিকিউ টাইপ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—বেসিক মেডিকেল নলেজ ৪০ নম্বর, ক্লিনিক্যাল মেডিসিন ৬০ নম্বর, সাবজেক্ট রিলেটেড ৬০ নম্বর, ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতা ২৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১৫ নম্বর।

৬. দশম গ্রেডভুক্ত অফিসার (পুরকৌশল) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্টসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।
৭. দশম গ্রেডভুক্ত অফিসার (তড়িৎকৌশল) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্টসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৮. দশম গ্রেডভুক্ত অফিসার (যন্ত্রকৌশল) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের একই সেশনে এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ টেস্টে শীর্ষে অবস্থানকারী নির্দিষ্টসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—১০০ নম্বরের এমসিকিউ টেস্টের সময় ১ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ৭৫ নম্বর, গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। এর মধ্যে রয়েছে সাবজেক্ট রিলেটেড ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর ও ইংরেজি ভাষা ৩০ নম্বর।

৯. দশম গ্রেডভুক্ত অফিসার (এক্স ক্যাডার–গ্রন্থাগার) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের ২ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কনটেন্ট ও কনটেন্ট অনুযায়ী নম্বর বিভাজন—পার্ট–১–এ এমসিকিউ টাইপ ৬০ নম্বরের পরীক্ষা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ১৫ নম্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ১৫ নম্বর, ডেইলি/সাধারণ বিজ্ঞান ১৫ নম্বর ও কম্পিউটার লিটারেসি ১৫ নম্বর।

পার্ট–২–এ ১৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এর মধ্যে রয়েছে বাংলা ভাষা দক্ষতা ২০ নম্বর, ইংরেজি ভাষা দক্ষতা ২০ নম্বর, বিষয়ভিত্তিক লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ৫০ নম্বর ও বিষয়ভিত্তিক ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট ৫০ নম্বর।

উল্লেখ্য, ১ থেকে ৮ নম্বর পদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।