Print Date & Time : 6 August 2025 Wednesday 10:17 pm

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মাহবুব আলম

নিজস্ব প্রতিবেদক : পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হয়েছেন মোহাম্মদ মাহবুব আলম। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

সোমবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

মাহবুব আলম এর আগে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং পরে ২০১০ সাল থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাছাড়া এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসেও কর্মরত ছিলেন।

মোহাম্মদ মাহবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে সাফল্যের এঙ্গ প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে ইউএনডিইএসএ পরিচালিত ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমা অন ম্যাক্রোইকোনোমিক মডেলিং ফোর্সকাস্টিং’ বিষয়ে বিশেষ কোর্স ছাড়াও আইএমএফ, এডিবি, আইটিইউ ও এপিজি কর্তৃক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেছেন।