পদ্মা ব্যাংক অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় পদ্মা ব্যাংকের সব শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা-সংক্রান্ত সেবা দেয়া হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফোরকান আলী ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তরিকুল ইসলাম, পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
