Print Date & Time : 10 September 2025 Wednesday 6:40 am

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের চুক্তি

পদ্মা ব্যাংক অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় পদ্মা ব্যাংকের সব শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা-সংক্রান্ত সেবা দেয়া হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফোরকান আলী ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। এ সময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তরিকুল ইসলাম, পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি