গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে গঠিত এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) একটি ‘অংশগ্রহণ চুক্তিপত্র’ স্বাক্ষরিত হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের উপপরিচালক মার্জিয়া আক্তার, যুগ্ম পরিচালক মো. হাসান চিশতী, বিসিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক-২ ড. মো. আব্দুল কাদের এবং এসএমই বিভাগের প্রধান আব্দুল অদুদ। বিজ্ঞপ্তি
