দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে সম্প্রতি ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরপূর্বক চুক্তি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এই চুক্তির অধীনে ব্যাংক এশিয়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের কৃষকদের মাঝে চার শতাংশ সুদে কৃষিঋণ বিতরণ করবে। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 September 2025 Monday 1:59 am
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: