সরকার ও জাইকার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গঠিত তহবিল ব্যবহারের লক্ষ্যে বুধবার বাংলাদেশ ব্যাংকর সঙ্গে একটি চুক্তিতে সই করেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। এ সময় ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, মার্কেন্টাইল ব্যাংকের এএমডি ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী এবং এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান শামীম আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি