বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। তহবিলের আওতায় রপ্তানিকারকরা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে ১৮০ দিন মেয়াদে চার শতাংশ হারে ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের ও নির্বাহী পরিচালক এমএস নুরুন নাহার। বিজ্ঞপ্তি

Print Date & Time : 29 August 2025 Friday 12:01 pm
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: