দেশের শিল্প খাতে রপ্তানি ও উৎপাদন-সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার মন্ডল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 12 October 2025 Sunday 1:00 am
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: