বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের চুক্তি

বিদ্যমান সিনেমা হলগুলো সংস্কার ও আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশ্যে সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ/বিনিয়োগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এ স্কিমের আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অগ্রণী ব্যাংক লিমিটেডের এক চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) পরিচালক আব্দুল মান্নান। বিজ্ঞপ্তি