Print Date & Time : 10 July 2025 Thursday 10:23 pm

বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্র্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে চুক্তিপত্রগুলো ৫০টি ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে হস্তান্তর করা হয়। ওই চুক্তিপত্রগুলো হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর এবং কৃষি ও পল্লিঋণ বিভাগের উপমহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. সোলায়মান মোল্লা। বিজ্ঞপ্তি