বাংলাদেশ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মধ্যে ঋণচুক্তি

আনসার বাহিনীর সদস্যদের সুবিধার্থে ‘কৃষি ও পল্লিঋণ’ খাতে এক হাজার কোটি টাকা ছাড়করণ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মধ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঋণচুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং আনসার-ভিডিপি ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী, পরিচালক খালেদ আহমদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি