Print Date & Time : 6 July 2025 Sunday 1:59 pm

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের এসএমই খাতে ২৫ হাজার কোটি টাকার মেয়াদি বিনিয়োগের পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডির পরিচালক মো. জাকের হোসেন এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ডিএমডি শেখ মঈন, ইভিপি মো. ইছরাইল খান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, অতিরিক্ত পরিচালক আবু হেনা হুমায়ুন কবির, যুগ্ম পরিচালক রহিমা আক্তারসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা। বিজ্ঞপ্তি