বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় রপ্তানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং শাহ্জালাল ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মো. আশফাকুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 September 2025 Saturday 6:39 pm
বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: