নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আজকের এই দিন শুধু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীই নয়, বরং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তিও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্পর্ককে জোরদার করেছিলেন উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, দিন দিন প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মুজিব চিরন্তন অনুষ্ঠানের শেষ দিন ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শুধু বাংলাদেশই নয় পুরো ভারতবর্ষের আশার আলো ছিলেন বলেও জানান নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের জন্য এটা অত্যন্ত গৌরবের যে বঙ্গবন্ধুকে আমরা গান্ধী সম্মাননায় ভূষিত করতে পেরেছি।’
বাংলাদেশ ভারতের সম্পর্ক রক্তের উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘এটা কোন চাপ দিয়ে ভাঙ্গা যাবে না। আমাদের দু’দেশের লক্ষ্য এবং চ্যালেঞ্জ এক। বাংলাদেশ এবং ভারত দেখিয়ে দিয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায়।’
যাদের বাংলাদেশের জন্ম এবং অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল, বাংলাদেশ নিজেদের অর্জন দিয়ে তাদের দেখিয়ে দিয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। একইসাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেন তিনি।