Print Date & Time : 17 August 2025 Sunday 8:53 pm

বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি সই

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ ও ভুটানের মধ্যে যানবাহন চলাচলের সুবিধার বিষয়ে একটি ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভুটানের রাজধানী থিম্পুতে বুধবার (২২ মার্চ) এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চুক্তিতে স্বাক্ষর করেন। ভুটানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী কর্মা দরজি। এই চুক্তির ফলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সহজতর হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি কেবিনেট বৈঠকে চূড়ান্ত হয়। ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শীর্ষক এই চুক্তির আওতায় ভুটান ট্রানজিট সুবিধা পেতে যাচ্ছে। ফলে দেশটি আমদানি-রপ্তানির প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে৷ দেশটি জল, স্থল, রেলপথ, বিমান পরিষেবাসহ সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহারের সুযোগও পাবে।