মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের (এমআইবি) উদ্যোগে গত বৃহস্পতিবার ও গতকাল দেশব্যাপী উদ্যাপিত হলো পঞ্চম মার্কেটিং ডে। সারাদেশের পেশাজীবীর অংশগ্রহণে দুদিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ও করপোরেট হাউসে আয়োজিত হয় প্রি-মার্কেটিং ডে। গতকাল এমআইবির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দিনব্যাপী বাংলাদেশ মার্কেটিং ডে উদ্যাপন করা হয় ঢাকার আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। বিজ্ঞপ্তি
