Print Date & Time : 1 August 2025 Friday 8:24 pm

বাংলাবিদদের গান শোনাবেন রুনা লায়লা

শোবিজ ডেস্ক: শুদ্ধ উচ্চারণ, বানান চর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে শুরু করে বাংলা ভাষাবিষয়ক প্রতিযোগিতা ‘বাংলাবিদ’। এর ধারাবাহিকতায় ছয় প্রতিযোগীকে নিয়ে চলছে চলতি বছরের আসর। এবারে আয়োজনের চূড়ান্ত পর্বটি হবে আগামী শুক্রবার। আর এ ভাষা উৎসবে গাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা।
অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে এটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। চ্যানেলটি জানায়, এবারের আয়োজনে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এছাড়া নিয়মিত বিচারক হিসেবে থাকছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার। গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত প্রতিযোগীরা হলেন: কারিন আশরাফ (ঢাকা), আফিয়া ইবনাত শুচি (রংপুর), সাদিয়া আফরোজ অন্তু (রংপুর), এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মণ্ডল (বরিশাল) ও দেবস্মিতা সাহা (চট্টগ্রাম)। এরা সবাই সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। মেধা যাচাইয়ের বিভিন্ন চমকপ্রদ গেম শো’তে বিচারকদের সামনে হাজির হবে তারা। এছাড়া থাকবে বিভিন্ন অঙ্গনের তারকার অংশগ্রহণে
মনোমুগ্ধকর পরিবেশনা।
আয়োজনে সেরাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। সেরা বাংলাবিদকে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধা বৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন পাবেন তিন লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দুই লাখ টাকার পুরস্কার পাবেন। সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০ জনের সবাই আরও পাবেন ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারি ও ল্যাপটপ। এবারও প্রতিযোগিতার সেøাগান থাকছে ‘বাংলায় জাগো ভরপুর’।
ইস্পাহানির অনুপ্রেরণায় অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগিতায় চ্যানেল আই। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন
খায়রুল বাশার। পরিচালনা করছেন তাহের শিপন।