Print Date & Time : 27 July 2025 Sunday 6:38 pm

বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: বাংলামোটরের রাহাত টাওয়ারে ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১ টা ১০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

ভবনটির ওই ফ্লোরে বেসরকারী টিভি চ্যানেল যমুনা টিভির বাংলামোটর সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি ও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

যমুনা টিভির সাংবাদিক রাব্বী সিদ্দিকী জানান, অগ্নিকাণ্ডের পর অফিসে থাকা কর্মীরা দ্রুত বের হয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরো অফিসে ছড়িয়ে গেছে।

ভবনটির বিভিন্ন ফ্লোরে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অফিস, বেশ কয়েকটি ফার্মেসীসহ বিজয় টেলিভিশনেরও সেন্টার রয়েছে।