বাংলামোটরে বহুতল ভবনে আগুনে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে বহুতল একটি ভবনে আগুন লেগে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। আর কে টাওয়ার নামে ১০ তলা ওই ভবনে গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক দীন মনি শর্মা বলেন, ভবনটিতে টাইলসের বেশ কয়েকটি দোকান, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে সপ্তম তলার ‘রাবেয়া এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রতিষ্ঠানের কর্ণধার আমিনুর রহমান পলাশ উপস্থিত সাংবাদিকদের জানান, ‘একটি সুইচ অন করতে গিয়ে স্পার্ক হয় এবং দ্রুত শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়।’ অফিসে যারা ছিল, তারা সবাই নামতে পারলেও তিনজন দগ্ধ হন বলে জানান তিনি।

দগ্ধরা হলেন মামুন খান (৩১), তাফসির মিয়া (২৬) ও মানিক ফকির (২০)। এর মধ্যে মামুন খানের দেহের ৩৪ শতাংশ এবং বাকিদের দুই থেকে সাত শতাংশ পুড়ছে। তিনজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রাবেয়া এন্টারপ্রাইজ চীন থেকে গৃহস্থালিসহ নানা ধরনের খেলনা আমদানি করে। ক্ষয়ক্ষতির বিষয়ে পলাশ বলেন, তার কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এর মধ্যে নগদই আট থেকে ১০ লাখ টাকা ছিল।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দীন মনি শর্মা বলেন, ওই ফ্লোরে হাঁটার সে রেকম কোনো সুযোগ নেই। শুধু কার্টন আর কাগজের স্তূপ। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়ো করে নেমে আসে। 

ওই ভবনের নবম তলায় থাকা একটি অফিসের ইনটেরিয়র ডিজাইনার নাইমুল ইসলাম সংবাদিকদের বলেন, ‘আগুনের কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। সবাই ছোটাছুটি করে। যে দিক দিয়ে পারছে, নিচে নামতে থাকে। আমি পাইপ বেয়ে নিচে নামি, এতে আমার হাত ছিলে গেছে।’ এ অগ্নিকাণ্ডে জন্য বীরউত্তম সি আর দত্ত সড়কে (সোনারগাঁও রোড) গাড়ি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।