শেয়ার বিজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারার কারণে জো বাইডেনের ওপর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপ প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় গত বুধবার ডেমোক্রেটিক পার্টির একদল প্রভাবশালী গভর্নর প্রকাশ্যে বাইডেনের প্রতি তাদের সমর্থন থাকার কথা জানিয়েছেন।
গভর্নরদের ওই দলে মিনেসোটার টিম ওয়ালজ, মেরিল্যান্ডের ওয়াস মোর, ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউসম এবং নিউইয়র্কের ক্যাথি হোকলও ছিলেন। তারা ওয়াশিংটনে বাইডেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
হোয়াইট হাউসে হওয়া ওই বৈঠক এক ঘণ্টার বেশি সময় ধরে চলে, যেখানে বাইডেন তার দলের ২০ জনের বেশি গভর্নরের সঙ্গে সরাসরি ও ভার্চুুয়ালি কথা বলেন।
বৈঠক শেষে গভর্নররা সাংবাদিকদের বলেন, তারা বৈঠকে ‘খোলাখুলি’ আলোচনা করেছেন। তারা গত সপ্তাহের নির্বাচনী বিতর্কে বাইডেনের ‘নিষ্প্রভ’ উপস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোই এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তারা এখনও বাইডেনের পাশেই আছেন এবং বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার দাবি তোলা ডেমোক্র্যাটদের দলে যোগ দিচ্ছেন না।
মিনেসোটার গভর্নর ওয়ালজ বলেন, অন্য অনেক আমেরিকানের মতো আমরাও উদ্বিগ্ন। আমরাও জয়ের পথ খুঁজছি। সব গভর্নরের সঙ্গে একমত হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনও এর সঙ্গে একমত হয়েছেন। কোভিডের সময় থেকেই আমরা তার পাশে আছি… গভর্নররা তার পাশে আছেন।
মেরিল্যান্ডের গভর্নর মোর বলেন, প্রেসিডেন্টই আমাদের প্রার্থী। প্রেসিডেন্টই আমাদের দলের নেতা।
এমন একটি দিনে বাইডেন তার দলের গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন, যে দিনটি ছিল তার জন্য দারুণ টালমাটালের। বাইডেনের নিজ দলের কয়েকজন সদ্য ও ডেমোক্রেটিক পার্টির একজন বড় দাতা এ দিন বাইডেনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তাকে প্রকাশ্যে সরে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন। গভর্নরদের সঙ্গে বাইডেনের বৈঠক এবং বাইডেনের প্রতি তাদের সমর্থন অশান্ত ওই দিনটিকে আপাত নিয়ন্ত্রণে এনেছে।
এমনকি দলের ভেতরের চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন- এমন একটি আলোচনাও চাউর হয়েছিল। গতকাল এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের।
এদিকে জো বাইডেন যদি আসন্ন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তবে তার বিকল্প হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের প্রচারণা শিবির, হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাত সূত্রের বরাতে এ কথা জানা গেছে।