Print Date & Time : 18 July 2025 Friday 4:09 pm

বাউবিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “Outcome Based Education (OBE): B.Ed Curriculam Design” শীর্ষক এক কর্মশালা বুধবার গাজীপুরস্থ ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও চেয়ারপার্সন অধ্যাপক ড. বনানী বিশ্বাস এবং স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক আবু নাসের মোহাম্মদ তোফায়েল হোসেন।

কর্মশালাটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সাদিয়া আফরোজ সুলতানা। কর্মশালা সঞ্চালনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদ। উক্ত কর্মশালায় বাউবির ছয়টি স্কুলের বিভিন্ন স্তরের ২৫ জন শিক্ষক অংশগ্রহন করেন।