Print Date & Time : 26 August 2025 Tuesday 10:30 pm

বাউবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আজ শুক্রবার এক ব্যতিক্রমী ও সময়োপযোগী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
এই কর্মসূচির নেতৃত্ব দেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন। তার উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়, যা ভবিষ্যতে ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মেজবাহ উদ্দিন তুহিন বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ কর্মসূচি বাউবির সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধেরই অংশ।”

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আবু সাঈদ মোল্লা, উপ-পরিচালক (হিসাব), ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা, উপ-পরিচালক, অডিট সেল, প্রধান কার্যালয় আলমগীর হোসেন খান, উপ-আঞ্চলিক পরিচালক, গোপালগঞ্জ শেখ আইনূল হক, উপ-আঞ্চলিক পরিচালক, মাদারীপুর ফারুখ আহমেদ, সহকারী পরিচালক, ফরিদপুর বাবুল হোসেন মল্লিক, সহকারী পরিচালক, শরীয়তপুর একরামুল হক ভূঁইয়া, সহকারী পরিচালক, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এমএস মমতা খাতুন, সিনিয়র সহকারী প্রোগ্রামার, আইসিটি ইউনিট নূরু ইসলাম, শাহীনুল ইসলাম, অডিটর শাহীন উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি কর্মরতদের মধ্যে সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

একে