প্রতিনিধি, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিসের (আইএডিএস) নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। গত ২১ জুন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের নির্বাহী আদেশে তিনি আইএডিএসের নতুন পরিচালক পদে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক দীন মোহাম্মদ দীনু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আইএডিএসের পরিচালক পদে যোগদানের আগে তিনি কৃষি অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরিজীবনের শুরুতে তিনি ১৯৯৬ সালের ১৪ মে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০০০ সালের ২৩ জুলাই বাকৃবিতে একই পদে যোগদান করেন। ২০০২ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালের ২০ জুন অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
তিনি ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হয়ে ১৯৯৪ সালে প্রকাশিত বিএসসি, এজি, ইকন, অনার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। ড. সাইদুর রহমান বাকৃবি থেকে ১৯৯৭ সালে উৎপাদন অর্থনীতিতে এমএস, ২০০৮ সালে নোরাড স্কলার হিসেবে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব লাইভ সায়েন্স থেকে ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্চ ইকোনমিক্সে এমএসসি ডিগ্রি পান। ২০১৬ সালে ফিলিপাইনসের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের পার্ডু ইউনিভার্সিটির আর্থিক ও শিক্ষা কলেবোরেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০১৮-১৯ সালে যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট স্কলার হিসেবে টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। তিনি এ পর্যন্ত ২৪ জন এমএস ছাত্রছাত্রীর গবেষণা কার্য সুপারভাইস করেছেন। বর্তমানে তার অধীনে ৯ জন এমএস এবং ৩ জন পিএইচডি ছাত্রছাত্রী অধ্যয়রত রয়েছে। তার দেশি-বিদেশি জার্নালে মোট ৫৮টি গবেষণা প্রবন্ধ, ৩টি বুক চ্যাপ্টার প্রকাশ করেছেন। এ পর্যন্ত তিনি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গবেষণা প্রকল্প ও সেমিনার-সিম্পোজিয়ামে যোগদানের জন্য পৃথিবীর ২৩টি দেশ ভ্রমণ করেছেন।