Print Date & Time : 2 August 2025 Saturday 8:10 pm

বাকৃবি সাংবাদিক সমিতি সভাপতি রাকিব সম্পাদক রনি

প্রতিনিধি, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সদ্যবিদায়ী সভাপতি আবুল বাশার মিরাজ এবং সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংগঠনটির সাবেক সভাপতি শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেনÑসহসভাপতি জাহিদ হাসান (ডেইলি সান), যুগ্ম সম্পাদক মো. রাফি উল্লাহ (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান (দি এশিয়ান এজ), কোষাধ্যক্ষ তানিউল করিম জীম (দৈনিক শেয়ার বিজ), দপ্তর সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতে খারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আবদুল আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন), মো. নাবিল তাহমিদ (দৈনিক ইত্তেফাক), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) এবং আশিকুর রহমান (দৈনিক সমকাল)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুসফিকুর রহমান সিফাত (দ্য নিউএজ) এবং আবুল বাশার মিরাজ (দৈনিক কালের কণ্ঠ)।