বাগদাদে কভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮২

শেয়ার বিজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে কভিড-১৯-আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহƒত একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে দেশটির দমকল বাহিনী। শনিবার রাতে দেশটির রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।  দমকল বাহিনী প্রাণপণ চেষ্টায় গতকাল রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর: বিবিসি, রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরাকের রাজধানীর দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয় এক সাংবাদিক জানান, অগ্নিকাণ্ডের পর বহু অ্যাম্বুলেন্স হাসপাতালে গেছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ রোগীর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদেমি এ ঘটনাকে ‘ট্রাজিক অ্যাকসিডেন্ট’ বলে উল্লেখ করে দ্রুত তদন্ত দাবি করেন। দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অবহেলার কারণে ইরাকের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। করোনা মহামারিতে সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

গত মাস থেকে দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ছয় লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন। কোভ্যাক্স কর্মসূচির আওতা থেকেই বেশিরভাগ ভ্যাকসিনের ডোজ এসেছে ইরাকে।

সম্প্রতি ভারতেও একই ধরনের দুর্ঘটনায় মহারাষ্ট্রের একটি হাসপাতালে কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংকার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়। এর এক দিন পরই মহারাষ্ট্রের অপর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন প্রাণ হারান।