বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার বিজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত রোববার অন্তত আটটি ক্ষেপণাস্ত্র বাগদাদের সুরক্ষিত এলাকায় আঘাত হানে। ইরাকের সামরিক বাহিনী ও মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। খবর : রয়টার্স। 

ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে, ‘বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত দূতাবাসটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ হামলা চালানো হয়।’ সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, একটি নিষিদ্ধ গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এ ঘটনায় একটি চেকপয়েন্টে কর্মরত একজন ইরাকি নিরাপত্তা কর্মী আহত হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ি ও একটি আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই কমপ্লেক্সটি সাধারণত ব্যবহার হয় না।

ইরাকে অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হাতে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের বার্ষিকী সামনে রেখে এমনিতেই নতুন সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটল।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলা প্রতিহত করতে দূতাবাসের সি-রবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন দূতাবাস কম্পাউন্ডের সাইরেনগুলোর শব্দ গ্রিন জোনজুড়ে ছড়িয়ে পড়ে। এই জোনটিতে সরকারি বিভিন্ন দপ্তরের ভবন ও বিদেশি মিশনগুলোর অবস্থান।

ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা একটি রকেটকে প্রতিরোধ করে বলে জানিয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা, যার দপ্তর গ্রিন জোনের ভেতরেই। 

হামলার নিন্দা করেছে মার্কিন দূতাবাস। এ ধরনের হামলা প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিতে ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে ইরাকের সব রাজনৈতিক ও সরকারি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস নিশ্চিত করছে, আন্তর্জাতিক জোন লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। প্রতিরোধে ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছেন মার্কিন কর্মকর্তারা। তবে পরিচিত ইরান সমর্থিত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।