বাগাতিপাড়ায় স্কুল মাঠে সড়ক সংস্কার সামগ্রী

তাপস কুমার, নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা হয়েছে সড়ক সংস্কার সামগ্রী। এসব সামগ্রীর ধুলাবালি ও কালো ধোঁয়া, বিকট শব্দ ও বিটুমিনের তীব্র গন্ধে ক্লাস করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের। তীব্র কালো ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। পর্দা টানিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।
জানা গেছে, উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে উপজেলার আজগর মোড় থেকে স্বরূপপুর স্কুল পর্যন্ত পৌনে তিন কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭ লাখ টাকা। কাজটি পেয়েছে নাটোরের সেতু এন্টারপ্রাইজ। তবে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন এমএম ট্রেডার্সের ঠিকাদার মীর্জা খোকন। কাজ শুরুর কয়েক দিন আগ থেকে বিদ্যালয়ের মাঠে পাথরের কুঁচি, বিটুমিনের ড্রাম, প্লান্ট মেশিন রাখা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়টি খোলা রয়েছে। আর বিদ্যালয়ের সামনে কাপড়ের পর্দা টানিয়ে পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ের সামনে মাঠে পাথরের কুঁচি, বিটুমিনের ড্রাম ও পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন বসানো আছে। বিকট শব্দে চলছে সেটি। গার্মেন্টের ঝুট জ্বালিয়ে বিটুমিন গলানো হচ্ছে। তীব্র কালো ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে আছে। ধুলাবালি, কালো ধোঁয়া এবং বিটুমিনের তীব্র গন্ধে ক্লাস করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের শিক্ষক সেলিনা পারভীন জানান, আগুনের প্রচণ্ড তাপ, কালো ধোঁয়া ও তীব্র গন্ধ এবং মেশিনের শব্দে স্কুলে থাকা কষ্টকর হয়ে উঠেছে। পাঠদানেও মনোযোগ দিতে পারছেন না। কাজটির বাস্তবায়নকারী সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম ট্রেড্রার্সের পক্ষে কাজটি দেখাশোনা করছেন আবদুস সাত্তার। তিনি জানান, কোনো জায়গা না পাওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিদ্যালয় মাঠে রাস্তার কাজের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। আর কয়েক দিন পর কাজ শেষ হয়ে যাবে। এলাকার উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। সমস্যা একটু হতেই পারে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল আলম রনি জানান, এলাকার উন্নয়নের স্বার্থে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে আলাপ করে মাত্র কয়েক দিনের জন্য এসব সামগ্রী রাখতে অনুমতি দিয়েছেন। এর বিনিময়ে তাদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।