বাগেরহাটে বিআরটিসি বাস পুকুরে, নিহত ১

শেয়ার বিজ ডেস্ক: বাগেরহাটে একটি বিআরটিসি বাস রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন; আহত হন শিশু ও নারীসহ অন্তত ১০ জন। গতকাল  রোববার বিকালে সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে কচুয়া উপজেলার বিলকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। খবর: বিডিনিউজ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী পুকুরে পড়া বাসটির উদ্ধারকাজে অংশ নেয়। এলাকাবাসীর বরাত দিয়ে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, বিকাল ৫টার দিকে খুলনা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস কচুয়ার বিলকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

কচুয়ার বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ওহিদ ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় গ্রামবাসী খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে।