বাঘিনী মমতা

শোবিজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। নাম দেওয়া হয়েছে ‘বাঘিনী’। পরিচালনা করছেন নেহাল দত্ত। চিত্রনাট্য লিখেছেন অজিতেষ মণ্ডল। মমতার চরিত্রে অভিনয় করছেন মঞ্চের অভিনেত্রী রুমা চক্রবর্তী। ছবিতে মমতার চরিত্রের নাম দেওয়া হয়েছে ‘ইন্দিরা বন্দ্যোপাধ্যায়’।

সিনেমায় তার জীবনের নানা চিত্র তুলে ধরা হবে। দল ভাঙা-গড়া, আন্দোলন, বিধায়ক, সাংসদ, মন্ত্রী হওয়া প্রায় সব চিত্র তুলে আনা হচ্ছে ছবির গল্পে। দক্ষিণ কলকাতার সাধারণ পরিবারের এক মেয়ে কীভাবে লড়াই করে ক্ষমতার শীর্ষে উঠেছেন, সে চিত্র দেখা যাবে এতে।