‘বাঙ্গালি জাতীর জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রভাব অপরীসিম’

প্রতিনিধি, সিরাজগঞ্জ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বাঙ্গালি জাতীর জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রভাব অপরীসিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও জীবনধারায় প্রচন্ডভাবে প্রভাবিত ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীসভা বৈঠকে কবীর লেখা আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত করা হয়েছিল।

সোমবার (৮ মে) সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্ব কবির ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

শামসুল হক টুকু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় ১০ বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস করেছিলেন, তিনি তার লেখায় বাংলার রুপের কথা তুলে ধরেছেন। তিনি বাংলাকে বুকে ঠাই দিয়েছিলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত নির্বাচনমুখি হওয়া। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্নপন্থা অবলম্বন কখনো শুভ হতে পারে না।

জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপি জন্মবার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, রবীন্দ্র সংগীতশিল্পি ও নারীনেত্রী জান্নাত আরা হেনরি প্রমূখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্নিল সাজে সেজেছে কবির স্মৃতিবিজরিত শাহজাদপুর কাছারি বাড়ি। তিনদিনব্যাপি অনুষ্ঠানমালা উপভোগ করতে ও কবির ব্যাবহৃত সরঞ্জামাদি সমৃদ্ধ জাদুঘড় রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখর হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম।