Print Date & Time : 14 August 2025 Thursday 1:47 pm

বাজারে আসছে শাওমির নতুন স্পিকার

শেয়ার বিজ ডেস্ক: ভারী ও বড় আকারের স্পিকার ডিভাইস বহন করাটা অনেকটা কষ্টসাধ্য বলেই ছোট স্পিকার ডিভাইসগুলোর চাহিদা বেশি। এক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়াইফাই স্পিকার ডিভাইসগুলো। সে চিন্তা থেকেই শাওমি এবার বাজারে এনেছে আরও উন্নত ধরনের স্মার্ট স্পিকারের ডিভাইস। ‘ইলাইট’ নামের এ ডিভাইসটির সম্প্রতি মোড়ক উম্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে আমাজনের ভয়েস কমান্ড সেবা অ্যালেক্সা। খবর রয়টার্স।

স্পিকারটিতে রয়েছে ছয়টি মাইক্রোফোন। ফলে পাঁচ মিটার দূরত্বে থেকে ভয়েস কমান্ড গ্রহণ করতে পারে স্পিকারটি। ভলিউম নিয়ন্ত্রণের জন্য ওপরের দিকে রয়েছে বাটন। এটি দিয়ে ভলিউম বাড়ানো-কমানো ও মিউট করার সুবিধা পাওয়া যাবে। গোলাকার আকৃতির ছোট ডিজাইনের স্পিকারটিতে রয়েছে কোয়াড কোর কটেক্স-৫৩ সিপিইউ। ২৫৬ মেগাবাইটের র‌্যামের পাশাপাশি রয়েছে ২৫৬ মেগাবাইট ইন্টারনাল মেমোরি।