Print Date & Time : 28 August 2025 Thursday 11:09 am

বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক : গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে আগামীকাল নতুন এ নোট দুটি ইস্যু করা হবে। যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। সকল নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। একই সাথে নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব একই থাকবে।

নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন।