বাজারে এলো রানারের নতুন ই-স্কুটার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের অন্যতম পথিকৃৎ রানার অটোমোবাইলস পিএলসি দেশের বাজারে নিয়ে এসেছে পরিবেশবান্ধব ও বৈশ্বিকভাবে খ্যাতনামা ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘ইয়াদিয়া’র বেশ কয়েকটি নতুন মডেল। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গতকাল রোববার স্কুটারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ইয়াদিয়ার জনপ্রিয় মডেলগুলোর মধ্যে ছিল টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন এবং জি ওয়ান ফিফটি-পি। এ ছাড়া দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেয়া হয় আরও দুটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন নতুন মডেল জিটি-সিক্সটি ও ইএইটএস-টু হানড্রেড।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য তুলে ধরা হয়। উপস্থিত অতিথি ও আগ্রহী গ্রাহকরা স্কুটারগুলোর টেস্ট রাইডের সুযোগ নিয়ে দারুণ সাড়া প্রকাশ করেন। অনেকে পরিবেশবান্ধব এ যানবাহন দেশের বাজারে আনার জন্য রানার অটোমোবাইলসের প্রশংসা করেন।

অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘ক্রেতার সন্তুষ্টিই আমাদের প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্যে পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা দেবে ইয়াদিয়া।’
এ সময় আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর নজরুল মু. ইস., এফসিএ, চিফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু। এ ছাড়া রানার অটোমোবাইলস পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।