Print Date & Time : 10 September 2025 Wednesday 9:06 pm

বাজারে বিনিয়োগ করে উত্তেজিত হওয়া যাবে না: বিএসইসি কমিশনার

প্রতিনিধি, ময়মনসিংহ: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগ করলে উত্তেজিত হওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সবাই লেখালেখি করছেন, দেশে তেল শেষ, জ্বালানি শেষ। এগুলো সব গুজব। আর গুজবে কান দিয়ে বাজারের বিনিয়োগকারীরা তাদের কষ্টের টাকায় কেনা শেয়ার নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বিনিয়োগ শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. শেখ শামসুদ্দিন আরও বলেন, এসব গুজবে কান দেবেন না। আমাদের তেল সংরক্ষণের ক্ষমতা ৪০ দিন বা তার একটু বেশি। এরই মধ্যে ৩৬ দিনের তেল আমাদের দেশে মজুত আছে। আগস্ট মাসে আরও আটটি জাহাজে করে তেল আসছে দেশে। তাই প্যানিক হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না।

বিনিয়োগ শিক্ষা নিয়ে বিএসইসির এ কমিশনার বলেন, অতি প্রয়োজনীয় পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এর কোনো বিকল্প নেই। ক্রমাগতভাবে এটির পরিবর্তন ও পরিবর্ধন হচ্ছে।

তিনি বলেন, বিনিয়োগ শিক্ষা এমন একটি বিষয়, যা থেকে অর্থনৈতিকভাবে উপকৃত হওয়া যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শুরু করেছেন বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে আমাদের এ কার্যক্রম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভূইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।