নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও কাপড়ের মূল্য স্বাভাবিক রাখতে প্রশাসন, বিএসটিআই, ভোক্তা অধিদফরের ও ক্যাব প্রতিনিধি সমন্বয়ে সমন্বিত বাজার মনিটরিং কার্যক্রম দীর্ঘদিন চলমান রয়েছে। চলমান এ বাজার মনিটরিং আরও জোরদার করতে ১৩ দফা সুপারিশ করছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি ।
গতকাল শুক্রবার ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাব চট্টগ্রামের পক্ষ থেকে সুপারিশগুলোর মধ্যে রয়েছে- পবিত্র রমজান মাসে সার্বক্ষণিক বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান, বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পানি, বেকারি, মুড়ি, ঘি-এর হালনাগাদ তালিকা সংগ্রহ করে এ সব খাতে অবৈধ কোম্পানিগুলির বিরুদ্ধে বাজার মনিটরিং টিম চলাকালীন সময়ে ব্যবস্থা নেওয়া, দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পাইকারি ও খুচরা পণ্যের রশিদ সংগ্রহ করে পণ্যমূল্য পর্যালোচনা করা, কাপড়ের দোকানে কোডপ্রথা তুলে দেওয়ার ব্যবস্থা করা, প্রয়োজনে ফিক্সড প্রাইস প্রথা চালু করা ইত্যাদি।