Print Date & Time : 4 August 2025 Monday 3:07 am

বাজেটে উপকৃত হয়েছে এক শতাংশেরও কম মানুষ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী বলেছেন, অবৈধ ও অনির্বাচিত সরকারের ঘোষিত বাজেট জনগণের বাজেট হতে পারে না। এই বাজেটে সরকারের সহযোগীরাই প্রাধান্য পেয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এক শতাংশেরও কম মানুষ এ বাজেটে উপকৃত হয়েছে।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। বিএনপি তার আমলে অর্থনীতিতে যে স্ট্যাবিলিটি এনেছিল, আওয়ামী সরকার তা ধ্বংস করে দিয়েছে। আমি এই মডেলের নাম দিয়েছি, আওয়ামী মডেল অব ইকোনমি। যে মডেল হচ্ছে নিজের পকেট ভরার মডেল, বিদেশে অর্থ পাচার করার মডেল।

গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকারিয়া লিংকন, আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।