Print Date & Time : 7 September 2025 Sunday 9:32 pm

বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু শিল্প চাপে পড়বে

নিজস্ব প্রতিবেদক : ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু কিছু শিল্প চাপে পড়বে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল এমন মন্তব্য করেন তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু কিছু শিল্প চাপে পড়বে। কিন্তু এ পদক্ষেপ দরকার ছিল। তবে কষ্ট অব ডুয়িং বিজনেস কমানোর ব্যবস্থা করতে হবে সরকারকে।

ড. ফাহমিদা বলেন, এবারও বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা ঠিক হয়নি। এতে বৈধপথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তাছাড়া এ পদক্ষেপে সরকারের খুব বেশি আয় হবে বলে
মনে করছে না সিপিডি।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সামাজিক সুরক্ষা খাতে এবারও পেনশন ও কৃষি ভর্তুকি সংযুক্ত রাখা হয়েছে; যা বাদ দিলে সামাজিক সুরক্ষায় বরাদ্দ খুব একটা বেশি নয়। তার মতে, বাজেটের দর্শন, বৈষম্যবিহীন সমাজ। কিন্তু বাস্তবতার সঙ্গে তা পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়।

ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে এডিপি বরাদ্দ কম রাখা উদ্বেগজনক। রাজস্ব জিডিপির দীর্ঘমেয়াদি আকাক্সক্ষা নিম্নগামী, সম্পদ আহরণে উপযুক্ত পদক্ষেপ বা আগ্রহ দেখা যাচ্ছে না। করমুক্ত আয় তিন লাখ ৫০ হাজার থেকে তিন লাখ ৭৫ হাজারে বৃদ্ধি ভালো পদক্ষেপ। তবে মূল্যস্ফীতি বিবেচনায় এটি উল্লেখযোগ্য কিছু নয় বলে জানান ফাহমিদা খাতুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অনেকে।