Print Date & Time : 15 August 2025 Friday 3:12 am

বাঞ্ছারামপুরে তিন হাজার পরিবারকে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা শুভসংঘের সভাপতি বাবু তপন চন্দ্র সূত্রধর, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম। মাধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার শুভসংঘের সাধারণ সম্পাদক প্রভাষক সুলতানা মরিয়ম। বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো. হজরত আলী, বসুন্ধরা গ্রুপের বিজিএম মাইমুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি