বাটা শু’র ইপিএস বেড়েছে এক হাজার ৫৮৮%

নিজস্ব প্রতিবেদক: আগের হিসাববছরের একই সময়ের তুলনায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) পণ্য বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় এক হাজার ৫৮৮ শতাংশ বেড়েছে  বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৮ টাকা ২৬ পয়সা বা এক হাজার ৫৮৮ শতাংশ। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১৩ কোটি ৫৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২১৭ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ কোটি ৫৬ লাখ টাকা।