দেশে জুতার জগতে অন্যতম ব্র্যান্ড বাটা শু সম্প্রতি স্নিকার ফেস্ট আয়োজন করে। এবারের স্নিকার ফেস্টের মূল প্রতিপাদ্য ছিল ‘নিউ স্টাইল ফর কুল কমফোর্ট’। স্নিকার ফেস্টের অ্যাম্বাসেডর ছিলেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। এছাড়া গত মাসের শুরুর দিকে একটি ঘরোয়া কনসার্টের আয়োজন করে বাটা। বিজ্ঞপ্তি
