Print Date & Time : 7 July 2025 Monday 10:05 am

‘বাড়ি ফিরে আয় মজনু, লায়লার সঙ্গেই বিয়ে দেব তোর’

শেয়ার বিজ ডেস্ক: রাগ করে বাড়ি ছেড়েছেন আদরের ছেলে। আর তাই তার রাগ ভাঙ্গাতে বিজ্ঞাপন দিয়েছেন বাবা-মা। যদি ছেলের রাগ ভাঙ্গে, অভিমান ভুলে ফিরে আসে বাড়ি।

ঘটনা এইটুকুতে ঠিকই ছিলো। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। ছেলের নিখোঁজের সেই বিজ্ঞপ্তিতে এমন শিরোনাম দিয়েছেন ওই বাবা-মা, যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে হাস্যরসের। ‘বাড়ি ফিরে আয় মজনু, লায়লার সঙ্গেই বিয়ে দেব তোর’ এমন শিরোনামের সেই বিজ্ঞাপন দেয়ার ঘটনা ঘটেছে ভারতের একটি অঙ্গরাজ্যে!

আসলে পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে পালিয়ে গেছে ছেলে। পছন্দের দোকান থেকে শেরওয়ানি না কেনার জন্যও ওই ছেলের মনে ক্ষোভ তৈরি হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি ছেলের নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপনে এমনই জানিয়েছেন এক দম্পতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেলের বয়স ২৪ বছর। ফর্সা, সুন্দর এবং উঁচু-লম্বা। বাবা-মায়ের কার্তর আর্জি, বাড়ি ফিরে আয় বাবা মজনু। তোর জন্য সবাই ভীষণ চিন্তায় আছি।

তার দাবি মানা হবে, এ কথা জানিয়েই ছেলেকে ফিরে আসার অনুরোধ করেছেন বাবা-মা। ‘দ্য টেলিগ্রাফ’-এর ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘আমরা তোর দাবি মেনে নিয়েছি। লায়লা-ই তোর জীবনসঙ্গী হবে। শুধু তাই নয়, তোর পছন্দ মতো দোকান থেকেই শেরওয়ানি কেনা হবে।’

বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে, নিউ মার্কেটের সেই দোকানেই আমরা যাব। ওখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। তা ছাড়া তোর বৌভাতের দিনের জন্য আমরা সকলে ওই দোকান থেকেই শেরওয়ানি কিনব।

সূত্র: আনন্দবাজার।