Print Date & Time : 10 September 2025 Wednesday 11:39 am

বাড্ডায় চাইনিজ ডরমেটরির ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি চাইনিজ ডরমেটরির ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার সন্ধ্যায় ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, আমরা ৬টা ৩০ মিনিটের দিকে খবর পাই। দুটি ইউনিট ঘটনাস্থলে ৭টা ১৭ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

তিনি বলেন, সড়কে বেশ যানজট ছিল। আমরা বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।