বাণিজ্যমেলায় প্রথমবারের মতো ‘এলসন কুলফি’ আইসক্রিম নিয়ে এলো এলসন ফুডস্ লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর শেরে-ই-বাংলা নগরে অবস্থিত বাণিজ্যমেলায় কোম্পানিটির প্যাভিলিয়নে পণ্যটির বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সুরকার ও গীতিকার এসআই টুটুল ও টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার। বাণিজ্যমেলা পরবর্তী সময়ে এলসন কুলফি বাজারজাত কার্যক্রম শুরু হবে জানিয়েছেন কোম্পানির পরিচালক শাহরিম সানজিদ। অনুষ্ঠানে জানানো হয়, এলসন ফুডস দীর্ঘ ১৫ বছর ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন কনফেকশনারি পণ্য জেলি, বাবল গাম, চকোলেট, ওয়েফার, ক্যান্ডি উৎপন্ন করে আসছে।

Print Date & Time : 30 August 2025 Saturday 6:17 am
বাণিজ্যমেলায় এলসন ফুডস্ লিমিটেডের এলসন কুলফি আইসক্রিম
করপোরেট কর্নার ♦ প্রকাশ: