প্রতিনিধি, শেরপুর: শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বাণিজ্য প্রসারে ভারত, ভুটান ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল এবং সাধারণ সম্পাদক অরুণ সরকার নেতৃত্ব দেন।
এ সময় ভারত এবং ভুটানের ৭ জন আমদানি-রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ এবং বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে ৪ ব্যবসায়ী নেতার মধ্যে ছিলেন মো. চাঁন মিয়া, দেবপ্রসাদ পাল, বিশ্বজিৎ সাহা ও মো. আকবর আলী এবং ভুটানের পক্ষে ৩ ব্যবসায়ী নেতার মধ্যে ছিলেন সিতহার দর্জি, দাওয়া পেঞ্জর ও টিসিরিং ওয়ানগা। বৈঠকে তিন দেশের মধ্যে পাথর কয়লাসহ অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি প্রসার এবং দরদামের বিষয়ে আলাপ-আলোচনা করা হয়। বলে বৈঠকের একটি সূত্রে জানা গেছে।