Print Date & Time : 21 July 2025 Monday 12:25 am

বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান মুহিত কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ হাকিম কেএম ইমরুল কায়েশ গতকাল এ আদেশ দেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক জুলফিকার হোসেন নিশ্চিত করেন।

জুলফিকার হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক তার আবেদন মঞ্জুর করেন। আসামির পক্ষে মোখলেসুর রহমান বাদল জামিন চাইলেও ওকালতনামায় তার নাম না থাকায় বিচারক তা নামঞ্জুর করেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছাড়ার চেষ্টার সময় মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুহিতকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় ‘সম্মিলিত গ্রাহক একাউন্ট’ থেকে বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের অভিযোগে তাকে ও বানকো সিকিউরিটিজের সাত পরিচালককে আসামি করে মামলা করে দুদক। দুদকের মামলার অন্য আসামিরা হলেনÑপরিচালক শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ. মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।

এজাহারে বলা হয়, ‘বানকো সিকিউরিটিজ লিমিটেডের মালিক পক্ষ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ (উল্লিখিত) অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে এবং তা সমন্বয় করা হয়নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দেশ থেকে পলায়নের আশঙ্কা রয়েছে।’

নথি অনুযায়ী, গত ৬ মে থেকে ৬ জুন পর্যন্ত সময়ে বানকো সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটিজ আইন কানুন লঙ্ঘনের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। এরপর তৎক্ষণাৎ ডিএসইর কর্মকর্তারা গত ৭ জুন উক্ত কোম্পানিটি পরিদর্শন করে সম্মিলিত গ্রাহক একাউন্টে ৬ জুন ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার ঘাটতি চিহ্নিত করেন।

এরপর এ বিষয়ে ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেডের নির্বাহী মো. আল-মাসুদ মতিঝিল থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে দুদকে পাঠিয়ে দেয়। প্রাথমিক অনুসন্ধান শেষে গত মঙ্গলবার দুদক মামলা করে।

এর আগে ১৫ জুন বানকো সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম বন্ধ করে দেয় ডিএসই। অর্থ আত্মসাৎকারীরা যেন দেশ ত্যাগ করতে না পারে সে জন্য ডিএসইর অনুরোধে গত ১০ জুন সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।