বানশালীর সিনেমায় ইরফান-প্রিয়াঙ্কা

 

শোবিজ ডেস্ক: জনপ্রিয় ভারতীয় কবি সাহির লুধিয়ানভির জীবনী নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিলেন সঞ্জয় লীলা বনশালী। ‘গুস্তাখিয়া’ নামের এ ছবিতে কবি সাহিরের চরিত্রে অভিনয় করছেন ইরফান খান ও তার প্রেমিকা অমৃতা প্রিতমের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া।

সর্বশেষ হলিউডি ছবি ‘বেওয়াচ’-এ দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে না পারলেও প্রশংসিত হয়েছে খলনায়িকার ভূমিকায় প্রিয়াঙ্কার অভিনয়। হলিউড মাতাতে না পারলেও বলিউডে এখনও আগের মতোই জনপ্রিয় রয়েছেন পিগি চপস! দীর্ঘ বিরতির পর বনসালির মতো পরিচালকের ছবি দিয়ে আবারও বলিউডে প্রত্যাবর্তন সে কথারই প্রমাণ দেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রথমে সাহির লুধিয়ানভি চরিত্রটির জন্য শাহরুখ খানের কথা ভেবেছিলেন নির্মাতা। পরে এ চরিত্রের জন্য ইরফান খানকেই উপযুক্ত মনে করেন তিনি। আর সাহির লুধিয়ানভির কথিত প্রেমিকা, জনপ্রিয় পাঞ্জাবি কবি অমৃতা প্রিতমের চরিত্রের জন্য প্রথম থেকেই প্রিয়াঙ্কাকে পছন্দ বনসালির।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বনসালির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘শুরু থেকেই গুস্তাখিয়া ছবির জন্য ইরফান খানের কথা ভাবা হয়েছিলো। কিন্তু তিনি হলিউডে ব্যস্ত থাকায় তার শিডিউল পাওয়া নিয়ে সংশয় ছিল। আর ভবঘুরে ও আবেদনময়ী কবি অমৃতা প্রিতমের চরিত্রের জন্য প্রিয়াঙ্কাকেই উপযুক্ত মনে করেছেন বনসালি।’

এ মুহূর্তে ইতিহাসনির্ভর ছবি ‘পদ্মাবতী’র কাজ নিয়ে ব্যস্ত আছেন বনসালি। দীপিকা পাড়–কোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত এ ছবির কাজ শেষ হলেই ‘গুস্তাখিয়া’র কাজ শুরু করবেন তিনি।