Print Date & Time : 18 July 2025 Friday 12:20 am

বানিয়াচংয়ে রণক্ষেত্র, ৩ জন খুন

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে হত্যার খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে আহতদের সঠিক তথ্য পাওয়া যায়নি। এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার আগোয়া বাজারে এ ঘটনা ঘটে। মন্দরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ সামছুল হক বলেন, এ ঘটনায় ৩ জন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে দুই পক্ষের বিরোধ ছিল। এর জেরে দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।